লোহাগাড়ায় আড়াই লাখ ঘনফুট বালু জব্দ

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:১৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় অবৈধভাবে উত্তোলিত ২ লাখ ৬৫ হাজার ৮শ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। গতকাল বুধবার পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইনামুল হাছান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

অভিযানে পদুয়া ইউনিয়নের সেনার চর এলাকার থেকে ১০ হাজার ৮শ ঘনফুট, পুটিবিলা ইউনিয়নের হাসিনার ভিটা থেকে ৩৮ হাজার ঘনফুট, নলুয়ারবিল সড়াইয়া থেকে ২ লাখ ১০ হাজার ঘনফুট ও চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকা থেকে ৭ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে উত্তোলিত ২ লাখ ৬৫ হাজার ৮শ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত বালুর ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় হারানো ২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর
পরবর্তী নিবন্ধইউএসটিসির বিজনেস ফ্যাকাল্টির গার্ডিয়ানস মিটআপ অ্যান্ড স্টুডেন্ট অ্যাপ্রেসিয়েশন প্রোগ্রাম