লোহাগাড়ার আধুনগরে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইউনিয়নের খাঁন হাট বাজারের ফার্নিচার মার্কেটের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা সকালে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে খবর দেন। অজ্ঞাত ওই বৃদ্ধকে প্রায় সময় বাজারে ঘুরাফেরা করে ভিক্ষা করতে দেখা যেত। এছাড়া সে মানসিক ভারসাম্যহীন ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার করার পরও তার পরিচয় পাওয়া যায়নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। সুরতহাল লিপিবদ্ধ শেষে মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে মরদেহের শরীরে আঘাতে কোন চিহ্ন পাওয়া যায়নি।