লোডশেডিং

নাহিদ ইয়াসমিন | বৃহস্পতিবার , ১৫ জুন, ২০২৩ at ৪:৪৮ পূর্বাহ্ণ

পরিশ্রান্ত চোখে ঘুম আসে না দিনে রাতে।

লোডশেডিং এ গা জ্বালা করে।

অসহ্য লাগে অসহনীয় বাস্তবতা।

বাতাসও তেমন নেই একটা পাতাও নড়ছে না।

মনে হয় শুধু আগুনের হোলিখেলা

খেলছে পুরো শহরটা লোডশেডিংয়ের অন্ধকারে।

কি যেনো লুকিয়ে আছে কৃষ্ণগহ্‌বরে

ভয়ে বুক কাঁপে এ কেমন আজাব

উত্তাপের রাগে উগ্রতা আসে।

ভাবতে ভাবতে মশারা দেয় হানা

কানের কাছে অবিরত হুইসেল বাজায়

রক্ত শোষক বুভুক্ষ বাহিনি

চারদিকে প্রতিকূল পরিবেশ আগুন ছড়ায় লোডশেডিং এ।

আমাকে ঘিরে রাখে মরু হাওয়া

কেনো যেনো মনে হয় অরিন্দম

এসেছে এ এক সাক্ষাত দোজখে।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধসেই তুমি