লোগো নকল করে বৈদ্যুতিক পাখা বিক্রি

দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ জুন, ২০২৪ at ৮:১৯ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন বেপারী পাড়ায় বিসমিল্লাহ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের দোকানে ‘ওয়াটন’ নামের বৈদ্যুতিক পাখার মোড়কে ‘ওয়ালটন’র লোগো নকল করে বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা এবং দোকান সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ। এ সময় অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ ও আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে উপপরিচালক ফয়েজ উল্যাহ জানান, বিসমিল্লাহ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক নামের দোকানে ওয়ালটন ব্র্যান্ডের লোগো লাগিয়ে ওয়াটন নামের বৈদ্যুতিক পাখা বিক্রি করছিল দোকানি। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে আমরা ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি দোকানটি সিলগালা করে দিয়েছি। এছাড়া নন্দনকানন এলাকার মুসাফির খানা মসজিদ শপিং কমপ্লেক্সের জাহাঙ্গীর ইলেকট্রনিক্স নামক দোকানকে একই অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় স্থগিত হওয়া কেন্দ্রের ভোট আজ
পরবর্তী নিবন্ধহালদার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে