লোকাল ট্রেনের জার্নাল, মুক্তগদ্য নিয়ে ফিরছেন সাম্য রাইয়ান

আজাদী অনলাইন | শুক্রবার , ১৫ জানুয়ারি, ২০২১ at ৯:৫৪ অপরাহ্ণ

‘চোখ খুলতে পারি না; মন ভেঙে পড়ে আছে বাস্কেটে’, লিখেছিলেন কবি, লেখক ও সম্পাদক সাম্য রাইয়ান।
তার নতুন বই ‘লোকাল ট্রেনের জার্নাল’ (২০২১)। মুক্তগদ্যের এই বইটি প্রকাশ করছে ঘাসফুল প্রকাশনী। ১৩টি গদ্য নিয়ে ‘লোকাল ট্রেনের জার্নাল’ আসছে পাঠকের কাছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।
লেখক জানালেন, ‘লোকাল ট্রেনের জার্নাল’ বইটির প্রচ্ছদ করেছেন কবি ও চিত্রশিল্পী রাজীব দত্ত। বিভিন্ন বিষয়ে অনেকগুলো লেখা আছে বইটিতে। নতুন এক ধরনের গদ্য লিখেছেন তিনি। এতে উঠে এসেছে তার পাঠ, সমসাময়িক জীবন-যাপন। মানুষ ও প্রকৃতির সম্পর্ক। সম্পর্কের জটিল স্তর।
সাম্য রাইয়ানের জন্ম কুড়িগ্রামে। বেড়ে ওঠাও সেখানেই। তিনি লেখালেখি করছেন দীর্ঘদিন। জড়িয়ে আছেন ‘জংশন’সহ অনেকগুলো লিটলম্যাগ ও ওয়েবজিনের সঙ্গে। এছাড়াও তার সম্পাদনায় ২০০৬ সাল থেকে প্রকাশিত হচ্ছে লিটলম্যাগ ‘বিন্দু’।
বেশ কয়েকটি বই বেরিয়েছে সাম্য রাইয়ানের। যেমন, ‘বিগত রাইফেলের প্রতি সমবেদনা’ (২০১৫), ‘মার্কস যদি জানতেন’ (২০১৮), ‘হলুদ পাহাড়’ (২০১৯) ও ‘চোখের ভেতরে হামিং বার্ড’ (২০২০)। এগুলো সব কবিতার বই। এর বাইরে একটি গদ্যের বইও আছে তার। ‘সুবিমল মিশ্র প্রসঙ্গে কতিপয় নোট’ (২০১৪)।

পূর্ববর্তী নিবন্ধচকবাজার ওয়ার্ডে ডা. শাহাদাতের গণসংযোগ
পরবর্তী নিবন্ধকরোনার টিকা মানুষের জন্য সহজলভ্য করে দিতে হবে