লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরামের সভা

| শনিবার , ৫ জুন, ২০২১ at ৭:১৬ পূর্বাহ্ণ

লোকনাথ ব্রহ্মচারীর ১৩১তম তিরোধান দিবস উপলক্ষে বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম-চট্টগ্রামের উদ্যোগে সভা গতকাল শুক্রবার নগরীর আন্দরকিল্লা নজির আহমেদ রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন-লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম-চট্টগ্রামের সভাপতি শিবু প্রসাদ দত্ত। স্বাগত বক্তব্য দেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ভবরঞ্জন বণিক। সজল দত্তের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, পিন্টু দত্ত তমাল, উত্তম কুমার শীল, লিটন দাশ, স্বপন বৈষ্ণব, বিশ্বজিত দেব, বাপ্পী নন্দী, রতন চক্রবর্তী, প্রিয়তোষ ঘোষ রতন, ঝর্ণা নন্দী, পলক ধর, ডা. অপূর্ব ধর, ডা. সানি দেবনাথ, নুপুর দাশ প্রবীর, প্রকৌশলী সঞ্জয় চক্রবর্ত্তী মানিক, ডা. নেহেরু লাল ধর, রুপন পালিত, অঞ্জন দাশ, দোলন কান্তি দাশ, ডা. বিবরণ দাশ, ডা. হরলাল শর্মা সুমন, নিউটন বৈদ্য রাজু প্রমুখ। সভায় লায়ন মানিক রতন শর্মা ও প্রেমসুন্দর বৈষ্ণবের আরোগ্য কামনায় প্রার্থনা করা হয়। সভায় দ্বি-বার্ষিক সম্মেলনের হিসাব উপস্থাপন এবং করোনার দুর্যোগে হতদরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকবাজারে ৩ খুচরা ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকাথরিয়ায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে আর্থিক অনুদান