লেগ স্পিনার রিশাদকে নিয়ে বড় স্বপ্ন দেখেন মিরাজ

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৮ মার্চ, ২০২৪ at ৫:১৭ পূর্বাহ্ণ

গোটা ক্রিকেট দুনিয়ায় লেগ স্পিন যখন শিল্পের মতো তখন বাংলাদেশের ক্রিকেটে আক্ষেপ হয়ে আছে একজন লেগ স্পিনারের প্রয়োজনীয়তা। সেই আক্ষেপ দূর করতে পারেন রিশাদ হোসেন। এমনটাই ভাবেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলংকার বিপক্ষে রিশাদ প্রমাণ করেছেন আন্তর্জাতিক ক্রিকেট রাঙাতে প্রস্তুত তিনি। বোলিংয়ের পাশাপাশি বিস্ফোরক ব্যাটিং করে নিজের জাত চিনিয়েছেন এই লেগ স্পিনার। রিশাদকে নিয়ে তাই গতকাল রোববারের সংবাদ সম্মেলনে প্রশংসা শোনা গেল মিরাজের মুখে। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫ উইকেট নিয়ে আলোড়ন তুলেছিলেন রিশাদ। তার আগে থেকেই অবশ্য ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই লেগ স্পিনারকে চোখে চোখে রেখেছিলেন নির্বাচকেরা। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন লেগ স্পিনার খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায় না। রিশাদও তেমনই। ১৯ টি প্রথম শ্রেণির ম্যাচ ছাড়া ৫টি লিস্ট ‘এ’ এবং ২৭টি টিটোয়েন্টি খেলেছেন তিনি। ফলে নিজেকে প্রস্তুত করার খুব বেশি প্লাটফর্ম পাননি এই তরুণ। রিশাদকে হাই পারফরম্যান্স প্রোগ্রাম, টাইগার্স ও ‘এ’ দলে রেখেই একটু একটু করে গড়ে তোলা হয়েছে। গত বছর মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে পরিচয় হয় রিশাদের। এখন পর্যন্ত নয়টি টিটোয়েন্টি খেলেছেন। অন্যদিকে গত বছর নিউজিল্যান্ডে ওয়ানডে অভিষেক হয় তার। গতকাল সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘ বাংলাদেশ দল তো অনেক দিন ধরেই একজন লেগ স্পিনার অলরাউন্ডার খুঁজছিল। যে জিনিসটা রিশাদের মধ্যে আছে। আমি মনে করি, ওর এখনও অনেক দেওয়ার বাকি আছে, শেখার বাকি আছে। ওর মাত্র ক্যারিয়ার শুরু হয়েছে। যত ম্যাচ খেলবে ওর ক্যারিয়ারের জন্য ভালো হবে, অভিজ্ঞতা হবে।’ অন্যদের চেয়ে রিশাদকে আলাদা করেছে তার উচ্চতা। বাংলাদেশের স্পিনাররা এমনিতে সহজাত টার্নার হন না। রিশাদেরও টার্ন খুব বেশি নেই। তবে তার পেস ভালো। ওপর থেকে একটু জোরের ওপর বল ছাড়েন, অনেকটা কুম্বলে ঘরানার বোলার। মিরাজ আশা করেন রিশাদ হতে পারেন দেশের সম্পদ, ‘একজন লেগ স্পিনারের জন্য অত সহজ না কাজটা, অনেক কঠিন। আমাদের দেশে এবং বাইরে যখন খেলা হয় খেলায় অনেক নিয়ন্ত্রণ থাকতে হয়। যে জিনিসটা ওর ভেতরে আসছে, আমি দেখেছি অনেক উন্নতি হয়েছে। সে যত ম্যাচ খেলবে, তত শিখতে পারবে। আমরা যদি ওর যত্ন নিতে পারি, তাহলে আমাদের দেশের জন্য একটা বিরাট সম্পদ হবে।’ রিশাদের ব্যাটিং নিয়েও আশাবাদী মিরাজ বলেন, ‘হ্যাঁ অবশ্যই। একজন বোলার যখন ব্যাটিং করতে পারে তখন কিন্তু দলের অনেক সুবিধা হয়। দল কিন্তু ভালো একটা পজিশনে যায়। রিশাদ ব্যাটিং করতে পারে এটা আমাদের দলের জন্য একটা সুবিধা। আমরা যদি ওকে যত্ন নিতে পারি, ওকে যদি ঠিকঠাক ব্যবহার করতে পারি ও ব্যাটিংটাও ভালো করবে। টিটোয়েন্টিতে কিন্তু ও ভালো একটা ইনিংস খেলেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ও বড় শট খেলতে পারে। ওর সেই সামর্থ্য আছে।’

পূর্ববর্তী নিবন্ধপ্রথম বিভাগ ক্রিকেট লিগ টানা তিন জয় রাইজিং জুনিয়রের
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমির অনূর্ধ্ব ১২ টুর্নামেন্ট শুরু