লুবাবা অপরাজিত চ্যাম্পিয়ন

চট্টগ্রাম জেলা মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৭ জুলাই, ২০২৩ at ৭:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত চট্টগ্রাম জেলা মহিলা দাবা চ্যাম্পিয়নশীপে উম্মিয়া বিনতে ইউছুফ লুবাবা ৫ খেলায় ৫টিতে জিতে ৫ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এরই মধ্যে জাতীয় পর্যায়ে সাফল্য দেখানো চট্টগ্রামের এই কিশোরী দারুনভাবে এগিয়ে যাচ্ছে দাবায়। এবারের জেলা মহিলা চ্যাম্পিয়নশিপেও তাকে কেউ হারাতে পারেনি। টুর্নামেন্টে রানার্স আপ হয়েছেন সানোয়ারা আক্তার। তিনি ৫ খেলায় ৪.৫ পয়েন্ট পেয়েছেন। এছাড়া ৪ পয়েন্ট পেয়ে তাসফিয়া তাহাসিন তৃতীয়, প্রত্যয় জ্যতি বড়ুয়া চতুর্থ, জবাশ্রি দাশ গুপ্তা পঞ্চম, ফরিয়া আলম ষষ্ঠ, এ্যাডভোকেট কামরুন্নেছা সপ্তম, তানজিলাতুর নূর অষ্টম, প্রজ্ঞা রায় নবম ও সামান্তা জাহান দশম স্থান লাভ করেন। চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে রাব্বি সেলিম। আর ইয়ুথ জেলা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে অন্ময় দাশ।

গত মঙ্গলবার রাতে আজিজ স্টেডিয়ামের কনভেনশন হলে এই তিন চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দীন। দাবা কমিটির সহসভাপতি ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক আবদুল আলীমের সভাপতিত্বে এবং সিজেকেএস দাবা সম্পাদক তনিমা পরভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহসভাপতি দিদারুল আলম চৌধুরী, .কে.এম. এহেছানুল হায়দর চৌধুরী (বাবুল), মো. হাফিজুর রহমান, যুগ্মসম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব, সিজেকেএস দাবা কমিটির সহসভাপতি মহসিন জামান পাপ্পু, যুগ্মসম্পাদকদ্বয় যথাক্রমে রাকিবুল উল ইসলাম সাচ্চু, মো. আলী কায়ছার, সৈয়দ আব্দুল আহাদ, ফিদে মাস্টার আবদুল মালেক, প্রকৌশলী এস এম তারেক, সদস্য কামরুল ইসলাম, নাসরিন নাহার, শারফিন কবির লিসা, মো. ইসহাক, জান মোহাম্মদ সাইফুল্লাহ, মো. নুরুল আমিন, জেসমিন আক্তার জেসি প্রমুখ।

উল্লেখ্য গত ১৪২০ জুলাই ৭ দিনব্যাপী চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশিপ, ২১২৩ জুন চট্টগ্রাম জেলা ইয়ুথ চ্যাম্পিয়নশিপ ও ২৪২৫ জুন মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ সহ মোট ১২ দিনব্যাপী ৩টি দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলা শুরু আজ
পরবর্তী নিবন্ধচন্দনাইশে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন