লুট হওয়া রড বোঝাই ট্রাক হাটহাজারীতে উদ্ধার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৩১ জানুয়ারি, ২০২২ at ১০:৫৫ পূর্বাহ্ণ

তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থেকে ১৫ টন রডসহ লুট হওয়া ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে সীতাকুণ্ড থানা পুলিশ হাটহাজারী উপজেলার ফতেয়াাবাদ এলাকায় অভিযান চালিয়ে রডসহ ট্রাকটি উদ্ধার করেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলালহাট এলাকায় ঢাকামুখী লেনে একটি লরিকে ব্যারিকেট দেয় সংঘবদ্ধ ডাকাতদল। এ সময় ডাকাতদল ব্যারিকেটে আটকা পড়া আবুল খায়ের কোম্পানীর রড বোঝাই ট্রাকটির চালক ও সহকারীকে অস্ত্রের মুখে জিম্মি করেন। ট্রাকটি সীতাকুণ্ড পৌর সদর বাজার থেকে চট্টগ্রামমুখী সড়কে পুনরায় ঘুরিয়ে নেয়। পরে মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকায় চালক ও সহকারীকে নামিয়ে দেয়।
তিনি আরো জানান, এ ঘটনার পরদিন শুক্রবার সন্ধ্যায় লুণ্ঠিত হওয়া রডের মালিক ফেনীর ব্যবসায়ী গিয়াস উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ট্রাকটি উদ্ধারে তদন্ত শুরু করেন। প্রাথমিক তদন্তে আন্তঃজেলা ডাকাত দলের একটি চক্র রড বোঝাই ট্রাকটি লুট করে নিয়েছে বলে তারা জানতে পারেন। আর এই চক্রটিতে হাটহাজারী, কুমিল্লা ও সীতাকুণ্ডে একাধিক ডাকাত জড়িত থাকার বিষয়টি বুঝতে পারেন। তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ এলাকায় অভিযান চালান তারা। এই সময় ফতেয়াবাদ এলাকার সড়কের পাশ থেকে খালি ট্রাকটি উদ্ধার করেন। পরবর্তীতে গড়দুয়ারা ইউনিয়নের জোড়পুকুর পাড় এলাকার মদন পাঠানের বাড়িতে অভিযান চালিয়ে মহিউদ্দিন নামক এক ব্যক্তির ঘরের সামনে থেকে লুট হওয়া রডগুলো উদ্ধার করেন। তবে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় মহিউদ্দিনকে আটক করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় ঋণগ্রস্ত রিকশা চালকের আত্মহত্যা !
পরবর্তী নিবন্ধশৈত্য প্রবাহ থাকতে পারে আরও কয়েক দিন