দুই হাজার ৮৭৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আব্দুল জলিল (৪১) নামে ধৃত ওই যুবক কক্সবাজারের টেকনাফ উপজেলার মৃত সুলতান আহমদের ছেলে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে নগরের বাকলিয়া থানার মেরিনার্স রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক ছানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৮ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। সে লুঙ্গির ভিতর স্কচটেপ দিয়ে ইয়াবা মুড়িয়ে রেখেছিল। মামলা দায়েরের পর তাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।












