লুকোচুরির কিছু নেই, সঠিক প্রক্রিয়ায় ইউনিট কমিটি গঠন হবে

মহানগর বিএনপির জরুরি সভায় শাহাদাত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৭ অক্টোবর, ২০২২ at ৫:০৮ পূর্বাহ্ণ

নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, চট্টগ্রামে বিএনপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নগরের প্রতিটি ইউনিটে পুনর্গঠন প্রক্রিয়ার কাজ চলছে। তারেক রহমান সাহসের সাথে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করার নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনা মেনেই চট্টগ্রামে সাংগঠনিক কার্যক্রম চলবে। কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচিত হবে। সবকিছু ওপেন হবে। এখানে লুকোচুরির কিছু নেই। সঠিক প্রক্রিয়ায় ইউনিট কমিটি গঠন হবে।
গতকাল বুধবার বিকেলে কাজীর দেউড়িস্থ একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর বিএনপির জরুরি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বিগত ১২ অক্টোবর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির মহাসমাবেশ স্বতস্ফূর্ত ও সফলভাবে সম্পন্ন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেরিত শুভেচ্ছা বার্তা উপস্থিত নেতাকর্মীদের পড়ে শুনান। নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে গাইড লাইন দিয়েছেন ঠিক সেভাবেই চট্টগ্রামের সব ইউনিটের কমিটি গঠন হবে। তিনি নির্দেশনা দিয়েছেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় কার্যক্রম বেগবান করার। চট্টগ্রামে বিএনপিকে আরো শক্তিশালী সংগঠনে পরিণত করতে পুরোদমে কাজ চলছে। নেতাকর্মীদের নামে মামলা হামলা, কেন্দ্রীয় ও জাতীয় কর্মসূচি পালনসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। ইনশাআল্লাহ, অচিরেই কাউন্সিল করে ভোটের মাধ্যমে নেতৃত্ব বের করে চট্টগ্রামের বিএনপিকে সাজানো হবে।
সভায় বক্তব্য রাখেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, হাজী মো. আলী, মাহবুব আলম, এডভোকেট মুফিজুল হক ভূঁইয়া, এস এম আবুল ফয়েজ, আশরাফ চৌধুরী, নাজিম উদ্দীন আহমেদ, জাহাঙ্গীর আলম দুলাল, আবুল হাশেম, মনজুর আলম মনজু, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, হাজী বাবুল হক, মো. আজম, হাজী মো. সালাউদ্দীন, আবদুস সাত্তার সেলিম, মো. সেকান্দর, হাজী হানিফ সওদাগর, আবদুল্লাহ আল হারুন, ডা. নুরুল আবছার, এম আই চৌধুরী মামুন, থানা সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, জাহিদ হাসান, মো. শাহাবুদ্দীন, জসিম উদ্দিন জিয়া, মাঈনুউদ্দীন চৌধুরী মাঈনু, মনির আহম্মেদ চৌধুরী, আবদুল কাদের জসিম, রোকন উদ্দিন মাহমুদ, নুর হোসাইন, হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলমসহ ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকুয়াশার দেখা মিললেও শীত আসবে ‘নভেম্বরের শেষে’
পরবর্তী নিবন্ধসিডনিতে অভিষেক স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ