লিবিয়া থেকে অপহৃত ১০ বাংলাদেশি উদ্ধার

| বুধবার , ১৯ মে, ২০২১ at ১০:২০ পূর্বাহ্ণ

মুক্তিপণের জন্য অপহৃত ১০ বাংলাদেশিকে উদ্ধার করেছে লিবিয়ার সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। খবর বাংলানিউজের। লিবিয়ার সেনাবাহিনীর ত্রিপলী অঞ্চলের ৪৪৪তম ব্রিগেড বানি ওয়ালিদের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের কাছে জিম্মি বাংলাদেশিদের উদ্ধার করেছে। উদ্ধারকৃত বাংলাদেশিরা মুক্ত হওয়ার পর চার্জ দ্য অ্যাফেয়ার্স গাজী মো. আসাদুজ্জামান কবির তাদের সাঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এছাড়া দূতাবাসের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে লিবিয়ার সেনাবহিনীর ত্রিপলী অঞ্চলের ৪৪৪তম ব্রিগেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমোগলটুলীতে গ্রেপ্তার ৮ দুই কিশোরি উদ্ধার
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যমন্ত্রী ও সচিবের নির্দেশেই রোজিনার ওপর হামলা : ফখরুল