লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল ডিবেইবাহর গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে অজ্ঞাত হামলাকারীরা, তবে তিনি অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথম প্রহরে হামলাটি হয় বলে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন। তিনি জানান, ডিবেইবাহ বাড়িতে ফেরার সময় ঘটনাটি ঘটে। গুলিবর্ষণের পর হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাটিকে পরিষ্কার প্রাণনাশের চেষ্টা বলে বর্ণনা করেছেন তিনি। এবিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন। খবর বিডিনিউজের।
লিবিয়ার সরকারের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র উপদলীয় দ্বন্দ্বের মধ্যে প্রধানমন্ত্রীর প্রাণনাশের চেষ্টার এ অভিযোগ এল। তবে ঘটনার তাৎক্ষণিক বা এরপরের কোনো ছবি বা ফুটেজ দেখেনি। ঘটনার কোনো প্রত্যক্ষদর্শীর সঙ্গেও কথা বলতে পারেনি তারা। ডিবেইবাহকে পদ থেকে সরানোর জন্য বৃহস্পতিবার লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক পার্লামেন্টে একটি ভোট হওয়ার কথা রয়েছে। ডিবেইবাহ এই ভোটাভুটিকে অগ্রাহ্য করার ঘোষণা দিয়ে রেখেছেন। এরমধ্যে ডিবেইবাহের প্রাণনাশের চেষ্টা হয়েছে, এটি নিশ্চিত হলে লিবিয়ার নিয়ন্ত্রণ নিয়ে বিদ্যমান সংকট আরও ঘনীভূত হতে পারে।