লিটল এঞ্জেলস গ্রামার স্কুল প্রাঙ্গণে গতকাল বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্রী ইউএসএ কর্মরত গবেষণা বিজ্ঞানী আমরিন নাসরিন এবং লিটল এঞ্জেল গ্রামার স্কুলের পরিচালক নার্গিস সুলতানা।
এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ রেবেকা নাসরিন। স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র শিক্ষক মোঃ আজাদুল কালাম। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষার রিপোর্ট কার্ড প্রদান, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক অভিভাবক, ছাত্র–ছাত্রী এবং অতিথি উপস্থিত ছিলেন। অধ্যক্ষ বক্তব্যে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে লেখাপড়া আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান। নতুন বছর আগামী ৫ জানুয়ারি সকল ছাত্রছাত্রীকে স্কুলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।