টেস্ট ক্রিকেটে দারুণ সময় কাটছে লিটন দাসের। সর্বশেষ ১১ ইনিংসে দারুণ ছন্দে আছেন এই উইকেটকিপার ব্যাটার। এই সময়ে পেয়েছেন দুই সেঞ্চুরি ও দুই হাফসেঞ্চুরি। এখন বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম হয়ে উঠলেও একটা সময় ছিল যখন লিটন ক্রিজে যাওয়া মানেই হতাশার গল্প লেখা! তবে সময় পাল্টেছে, এখন লিটন অনেক বেশি পরিণত।
লিটনের এই বদলে যাওয়ার রহস্য উন্মোচন করলেন এই উইকেটকিপার ব্যাটার নিজেই। তার এককথায় উত্তর, ‘আমার সাফল্যের রহস্য আমি নিজেই!’ এমনিতেই মুখচোরা স্বভাবের লিটন। প্রয়োজনীয় কথাটুকুও মুখে আনেন না। নিজের ক্যারিয়ার নিয়ে তিনি আরও বলেছেন, ‘একজন খেলোয়াড় বা মানুষের চাহিদার শেষ নেই। আজকে যে অবস্থায় আছি, সামনে আরও ভালো হওয়ার চেষ্টা করবো।
আপনিও আপনার জায়গা থেকে চেষ্টা করবেন যাতে আগামী দিনটা আরও ভালো হয়। আমার জায়গা থেকে আমিও সেই চেষ্টা করবো। আমি এখনও শতভাগ সন্তুষ্ট নই, চেষ্টা করবো সামনে যেন ভালো কিছু করতে পারি।’ আগামী ৮ মে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা। আসন্ন শ্রীলংকা সিরিজে ভালো কিছুর অপেক্ষায় আছেন ডানহাতি ব্যাটার, ‘অবশ্যই, যেহেতু আমাদের ঘরের মাঠে খেলা হবে। তাই আমরা আশা করতেই পারি, আমরা ভালো কিছু করবো। যেহেতু এশিয়ার দল, আমরা অনেকদিন থেকেই তাদের সঙ্গে ভালো খেলছি। আশা করা যায় আমরা ভালো ফল করবো।’











