লিগ আয়োজনের তৎপরতা সিসিডিএম এর

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১১ অক্টোবর, ২০২৫ at ১১:২১ পূর্বাহ্ণ

বিসিবির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল আগেই। এবার ক্রিকেটারদের ভরসা জোগালেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান আদনান রহমান দীপন। ঢাকার ক্লাব সংগঠকেরা সব ধরনের লিগে খেলা বন্ধ করার ঘোষণা দিলেও বিসিবির এই পরিচালক নিশ্চয়তা দিচ্ছেন, প্রয়োজনে ভিন্ন পথে হলেও লিগ হবেই। বিসিবি নির্বাচনের পরই নতুন বোর্ডের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে লিগ বর্জনের এই ঘোষণা। নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ তুলে ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন (ডিসিসিওএ) গত বুধবার সংবাদ সম্মেলন করে জানায়, এখন থেকেই কোনো ধরনের ক্রিকেট কার্যক্রমে অংশ নেবে না ক্লাবগুলি। দ্বিতীয় দফায় বোর্ডপ্রধানের দায়িত্ব পাওয়া আমিনুল ইসলাম বুলবুলকে ‘অবৈধ সভাপতি’ বলেও ঘোষণা দেয় তারা। নির্বাচনের পরদিনই বিসিবি ২৩টি স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন করেছে। বিভিন্ন কমিটির চেয়ারম্যানরা দায়িত্ব বুঝে নিতে শুরু করেছেন। সিসিডিএমের সামনে চ্যালেঞ্জটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। লিগে অংশ না নেওয়ার ঘোষণা মানে দিনশেষে জিম্মি ক্রিকেটাররা। দেশের ক্রিকেটারদের বড় অংশই তাদের রুজির জন্য নির্ভর করে ঢাকার বিভিন্ন লিগের ওপর। গত ১ অক্টোবর থেকে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের কারণে সেটা স্থগিত হয়ে যায়। নির্বাচন শেষ হলেই লিগ আয়োজনের কথা বলেছিলেন আগের কমিটির চেয়ারম্যান সালাহ উদ্দিন চৌধুরী। কিন্তু কোনো আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি বিসিবি সভাপতির দিক থেকে।

সিসিডিএম অফিস সূত্র বলছে, এখন পর্যন্ত লিগে অংশ নিতে যাওয়া ২০ দলের কাছেও আনুষ্ঠানিক কোনো চিঠি যায়নি। আগের সভাপতির পক্ষ থেকে শুধু মৌখিকভাবে জানানো হয়েছিল নির্বাচনের পর লিগ আয়োজনের কাজ শুরু হবে। সেই কাজ এখনও শুরু হয়নি। তবে নতুন সিসিডিএম চেয়ারম্যান দীপন বলেন, ক্রিকেটারদের শঙ্কার কোনো কারণ নেই। লিগ আয়োজন হবেই। এটা গ্যারান্টি দিচ্ছি। খেলা হবে এটা নিশ্চিত। আমি মাঠের মানুষ। ক্লাব সংগঠক। সংগঠকরা সবাই আমার সহকর্মী। কিছু দায়িত্ব আমাকে নিতেই হবে। আমি খুব আশাবাদী। কিছু একটা হবেই। এমনও হতে পারে ভিন্ন পথে হবে এবারের লিগ। অনেক কিছুই হতে পারে। মাত্রই দায়িত্ব নিয়েছি। আমার এখন বিভিন্ন লিগের কোঅর্ডিনেটর নিয়োগ দিতে হবে।

সিসিডিএমের মেম্বার সেক্রেটারিকেও নিয়োগ দিতে হবে। আশা করি দুইএকদিনের ভেতরই এই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে।

আগের মেয়াদে সিসিডিএমের মেম্বার সেক্রেটারি হিসেবে কাজ করেছেন তিনি। এবার সেই জায়গা থেকেই উঠে এসেছেন চেয়ারম্যান পদে। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি চান এমন এক সেক্রেটারি নিয়োগ দিতে, বর্জনের হুমকির মধ্যেও যিনি শক্ত হাতে লিগ চালুর প্রয়োজনী কাজ ও সমন্বয় করতে পারেন। সবকিছুই সময়ের ব্যাপার।

সভাপতিকে কিছু তথ্য আমি দিয়েছি, একটি পরিকল্পনাও দিয়েছি। লিগ আয়োজনের পরিকল্পনার বিষয়ে উনি সঙ্কেত দিলেই আয়োজন করব। তৃতীয় বিভাগ লিগই সবচেয়ে আগে শুরু করার কথা। চলতি বছরের এপ্রিলে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের বাছাইপর্বে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়া দুটি দল মূল লিগে খেলার সুযোগ পেয়েছে। চ্যাম্পিয়ন দল ইয়ং টেরিপাস ক্লাব বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন। এই গ্রুপ সংশ্লিষ্ট তিনজন পরিচালক আছেন নতুন বোর্ডে। তৃতীয় বিভাগ লিগে এবারের ২০টি ক্লাবের অর্ধেকের বেশিই বর্তমান বোর্ডের পরিচালকদের সমর্থনপুষ্ট বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধএমবাপের ভাবনায় বিশ্বকাপ
পরবর্তী নিবন্ধদক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল