লিগ্যাল ক্যারিয়ার ইনস্টিটিউটের দিনব্যাপী কর্মশালা

| সোমবার , ১৫ জানুয়ারি, ২০২৪ at ৯:৪৮ পূর্বাহ্ণ

নগরীর কাজির দেউড়িস্থ ব্র্যাক লার্নিং সেন্টারের মাল্টিপারপাস হল রুমে কর্পোরেট ল’ ইন প্র্যাকটিসের উপর গত শনিবার দিনব্যাপি কর্মশালার আয়োজন করে লিগ্যাল ক্যারিয়ার ইনস্টিটিউট (এলসিআই)। এলসিআইয়ের চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদ ইসলাম সুমনের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের অ্যাপিলেট ডিভিশনের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন, চার্টার্ড অ্যাকান্ট্যান্টস সিদ্ধার্থ বড়ুয়া এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের হাইকোর্ট ডিভিশনের আইনজীবী ও জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট এজেন্ট অ্যাডভোকেট মোস্তফা আজগর শরিফী। এলসিআইয়ের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মোহাম্মদ হাসান আলী রুমানের সঞ্চালনায় কর্মশালায় ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন প্রশিক্ষণার্থীদের মাঝে কর্পোরেট আইনের নানা প্রায়োগিক বিষয়ে বৃহৎ আকারে আলোচনা করেন।সিদ্ধার্থ বড়ুয়া কোম্পানি আইনের সূক্ষ প্র্যাকটিকাল বিষয়গুলি উপস্থিতিদের মাঝে তুলে ধরেন। এছাড়া অ্যাড. মোস্তফা আজগর শরিফী ক্যারিয়ার হিসেবে আইনজীবীদের ভূমিকা কী হওয়া উচিত সে বিষয়ে আলোকপাত করেন। দিনব্যাপী কর্মশালায় কর্পোরেট ল’ ইন প্র্যাকটিসের অংশগ্রহণকৃত প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ এবং আমন্ত্রিত অতিথিদের মাঝে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আইনজীবী ও আইনের শিক্ষার্থীদের নানাবিধ ক্যারিয়ার গঠনে সহায়ক বিভিন্ন প্রশিক্ষণ ও কোর্স প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে দুই স্বপ্নবাজ আইনজীবী অ্যাডভোকেট মাহমুদ ইসলাম সুমন ও অ্যাডভোকেট হাসান আলী রুমানের হাত ধরে লিগ্যাল ক্যারিয়ার ইন্সটিটিউটের যাত্রা শুরু হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখুরুশকুল বায়ু বিদ্যুৎ প্রকল্প পুরোদমে উৎপাদনে যাচ্ছে ফেব্রুয়ারিতে
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে দুই শিপ ইয়ার্ড থেকে ১৫ লাখ টাকার স্ক্র্যাপ চুরি