জামালখানস্থ চিটাগং সিনিয়রস ক্লাবে প্রাক্তন সভাপতি এবং বর্তমান লিওদের নিয়ে ফেলোশিপ ও গেটটুগেদার মিটিং গত বৃহস্পতিবার লায়ন রাজিব সিনহার সভাপতিত্বে ও লিও ক্লাব অব চিটাগং এর সভাপতি লিও শাহাদাত হোসেন সাইফের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রাক্তন সভাপতি এবং সিনিয়র লিওরা তারা সদ্য দায়িত্ব প্রাপ্ত লিও ক্লাব অব চিটাগং এর লিওদের উদ্দেশ্য নানা দিকনির্দেশনামূলক অভিমত ব্যক্ত করেন।এবং কিভাবে ক্লাবের কাযর্ক্রম আর পরিধি আরও সুদূর প্রসারী করা যায় সেই পরামর্শ দেন। প্রাক্তন সভাপতিরা বলেন, আমরা আগামীর দ্বিতীয় ভাইস জেলা গর্ভনর নির্বাচনে অংশপ্রহণ করতে যাচ্ছি, এবং গভর্নর হিসাবে মনোনীত করা হয়েছে লায়ন রাজিব সিনহাকে। আমরা আশাবাদী যে বিজয় আমাদের হবেই।আর সেই হিসেবে সবচেয়ে দায়িত্ব বেশি আমাদের। আমরা সবাই একত্রিত হয়ে প্রচার প্রসারের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম চালাতে পারি। লায়ন রাজিব সিনহা বলেন,সৃষ্টিকর্তা আমাদের একটু বেশি দিয়েছেন, যার ফলে আমরা লায়নরা সমাজের কম সুবিধাবান মানুষের পাশে দাঁড়াতে পারছি।আমি গভর্নর নির্বাচিত হলে এই সেবার পরিধি চারপাশে আরও বৃহৎভাবে ছড়িয়ে দিতে পারবো বলে আমার বিশ্বাস। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং এর সভাপতি লায়ন রেবেকা নাসরীন, সেক্রেটারি লায়ন মোহাম্মদ আইয়ুব, ট্রেজারার লায়ন অনুপম মজুমদার,ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর লায়ন মোসলেহউদ্দিন খান,আরসি হেডকোয়ার্টার এবং এক্স কেবিনেট সেক্রেটারি লায়ন জি. কে লালা, লিও অ্যাডভাইজর লায়ন ডা.মেসবাহ উদ্দিন তুহিন, রিজিওন চেয়ারপার্সন লায়ন আবু নাসের রনি, জোন চেয়ারপার্সন লায়ন এম সোহেল খান, লিও আলী হায়দার,লিও সাজ্জাদ চৌধুরী ইভান,লিও নাফিজ মিনহাজ,লিও নূর হোসাইন, লিও রাহুল লালা,লিও এরশাদ হোসাইন, লিও মাসুদ,লিও শাহরিয়ার কবির,লিও তাসফিয়া, লিও রুপালি আখতার,লিও ক্লাব অব চিটাগং এরিস্ট্রোক্রেসি ক্যামব্রিয়ানের সভাপতি লিও নাজমুল হাসান, লিও রাজেশ লালা, লিও বাধন ঘোষ,লিও মাহমুদুন নবী, লিও এনামুল হক, লিও ইমরুল কায়েস, লিও মেহেরাজ আল মাহমুদ সাকিব, লিও জাহেদ উদ্দিন রিপন, লিও মারিয়া দিলশাদ, লিও সিমান্ত বড়ুয়া, লিও সিয়াম উল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।