লিও ক্লাব চিটাগং ও এরিস্ট্রোক্রেসি ক্যামব্রিয়ানের মাসিক সভা

| রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৩৪ পূর্বাহ্ণ

লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে লিও ক্লাব অব চিটাগং ও লিও ক্লাব অব চিটাগং এরিস্ট্রোক্রেসি ক্যামব্রিয়ানের মাসিক সভা গত শুক্রবার চকবাজারে অনুষ্ঠিত হয়েছে। লিও ক্লাব অব চিটাগং এরিস্ট্রোক্রেসি ক্যাম্ব্রিয়ানের সভাপতি লিও ইমরুল কায়েস অপু ও লিও ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লিও মিনহাজুর রহমান শিহাব দুই পর্বের দুই সভাপতির সভাপতিত্বে উক্ত সভায় আনুগত্য শপথ ও লিও প্লেইজ পাঠের মাধ্যমে সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগংয়ের এডভাইজর প্রাক্তন লিও জেলা প্রেসিডেন্ট লায়ন মোঃ আবু নাসের রনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগংয়ের প্রাক্তন প্রেসিডেন্ট চৌধুরী কে এন এম রিয়াদ। উপস্থিত ছিলেন, লিও ক্লাব অব চিটাগংয়ের আইপিপি লিও শাহাদাত হোসেন সাইফ, এরিস্ট্রোক্রেসি ক্যামব্রিয়ানের ডিরেক্টর লিও তাসফিয়া আক্তার, লিও ক্লাব অব চিটাগংয়ের ভাইস প্রেসিডেন্ট লিও বাঁধন ঘোষ, এসোসিয়েট সেক্রেটারি লিও অমন দাশ, এরিস্ট্রোক্রেসি ক্যামব্রিয়ানের ট্রেজেরার লিও তাসনিয়া রহমান সামিয়া, সার্ভিস চেয়ারম্যান লিও জিয়ন চৌধুরী, লিও ক্লাব অব চিটাগংয়ের জয়েন্ট ট্রেজেরার লিও উম্মে হাবিবা, লিও জিলানী আশরাফ, লিও মশিউর ইসলাম রাজু, সায়মা জাহান মিম, জহির উদ্দিন, আব্দুল্লাহ আল মুনতাসীর, আরিব নাইফুল হক, ফাইরোজ জাকিয়া প্রমুখ। সভায় আসন্ন অক্টোবর সেবা মাস নিয়ে কর্মপরিকল্পনা নির্ধারণসহ লিওদের স্কুলি, লিও জেলা টিম রিসেপশন নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকালীপুরে রমিজ উদ্দিন শাহ মাদ্রাসা ও এতিমখানার ভবনের ভিত্তিস্থাপন
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব চিটাগংয়ের অক্টোবর সেবা মাসের প্রস্তুতি সভা