লায়ন সদস্যদের পথ শিশুদের পাশে থেকে কাজ করতে হবে

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সেবা কার্যক্রমে কামরুন মালেক

| রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

‘পথ শিশুরা আগামীর ভবিষ্যৎ। তাদের পাশে থেকে সকল লায়ন সদস্যদের কাজ করতে হবে।’ কক্সবাজারে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সেবা কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক উপরোক্ত মন্তব্য করেন।
কক্সবাজার কলাতলী জিয়া গেস্ট হাউসের সম্মুখে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লায়ন আবু নাসের রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সেবা কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন লায়ন জেলার কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, জিএলটি লিডার লায়ন জি কে লালা, লায়ন মোসলেহ উদ্দিন খান, সদ্য প্রাক্তন সভাপতি লায়ন নিশাত ইমরান, লায়ন আবদু রব শাহিন, লায়ন সোহেল খান, ক্লাব সেক্রেটারি লায়ন শহিদুল ইসলাম টিটু, লায়ন আবু নাসের, লায়ন মোহাম্মদ ইমরান, লায়ন রিয়াজ তারেক প্রমুখ। সেবা কার্যক্রমে ১৫০ জন ছিন্নমূল পথশিশুদের মাঝে দুপুরের খাবার ও অসহায় মানুষের মাঝে ছাতা বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসির ১৭৫তম সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধসংসারে থিতু হবেন তিনি!