জাতীয় যুব দিবস উপলক্ষে কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট, লায়ন্স ইন্টারন্যাশনালের প্রাক্তন জেলা গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়ার সাথে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা ইছামতি টাওয়ার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শুরুতে বৌদ্ধ যুব পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানানো হয়। সাক্ষাতের বিষয়ে তুলে ধরেন সংগঠনের সভাপতি সজীব বড়ুয়া ডায়মন্ড। এরপর উপস্থিত কর্মকর্তাবৃন্দ প্রত্যেকে নিজেদের ব্যক্তিগত, পেশাগত ও সাংগঠনিক পরিচয় তুলে ধরেন। সমাজের অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং এর থেকে উত্তরণে করণীয় শীর্ষক বক্তব্য দেন, লায়ন রূপম কিশোর বড়ুয়া। মতামত ব্যক্ত করেন, মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়া, প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, প্রাক্তন সভাপতি অপু বড়ুয়া, সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া বাপ্পী, সহ-সভাপতি উত্তম কুমার বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া পিপলু, যুগ্মসম্পাদক তাপস বড়ুয়া, সহসম্পাদক সাগর বড়ুয়া ববি, সাংগঠনিক সম্পাদক অলক বড়ুয়া, দপ্তর সম্পাদক এস সুদত্ত বড়ুয়া, সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জ্যোতি বড়ুয়া প্রমুখ।
উল্লেখ্য, লায়ন রূপম কিশোর বড়ুয়া সংগঠনের জামালখানস্থ স্থায়ী অফিস ঘর ক্রয় ও যুবকদের কল্যাণে ট্রাস্ট গঠনে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।