লায়ন্স জেলার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, সেমিনার, ভিডিও প্রদর্শন, আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ। র্যালির উদ্বোধন করেন জেলা গভর্নর লায়নশেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী।
এই উপলক্ষে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন ডা. মো. জাকিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের অনারারী একাডেমিক ডাইরেক্টর লায়ন অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জাতীয় পরামর্শক আই.সি.টির (প্রতিবন্ধী) ভাস্কর ভট্টাচার্য। দিবসের প্রতিপাদ্য বিষয় ‘দৃষ্টি জয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদা ছড়ি’র উপর আলোচনায় অংশগ্রহন করে ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন কহিনুর কামাল,কেবিনেট সেক্রেটারী লায়ন হাসান মাহমুদ চৌধুরী, লায়ন হুমায়ুন কবির। বিশ্ব সাদা ছড়ি দিবসের মেম্বার সেক্রেটারী লায়ন তারেক কামাল, লায়ন কামরুজ্জামান লিটন, লায়ন রোকেয়া হক, লায়ন ইঞ্জি. মো. মুজিবুর রহমান, লায়ন জাহানারা বেগম, লায়ন হেলাল উদ্দিন আহমদ, লায়ন ফাতেমা রহমান, লায়ন আব্দুল মান্নান, লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, লায়ন হাসান আকবর, লায়ন লোক প্রিয় বড়ুয়া, লায়ন নজরুল কবির দিপু, লায়ন মো. ইউসুফ চৌধুরী, লায়ন সৈয়দা সালেহা পারভীন, সরকারি দৃষ্টি প্রতিবন্ধি বিদ্যালয়ের আব্দুস সামাদ। শেষে দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে জেলা গভর্ণর সাদা ছড়ি বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।