লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিটের চার্টার এনিভার্সারি উদযাপন

| মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৮:০৯ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের ৫ম চার্টার এনিভার্সারি গত ২৩ নভেম্বর চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোছলেউদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন গভর্নর লায়ন কোহিনূর কামাল। সম্মানিত অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন। পিডিজি সম্মাননায় উপস্থিত ছিলেন লায়ন এম.এ মালেক , লায়ন রফিক আহমেদ, লায়ন শাহ আলম বাবুল, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন এস. এম শামসুদ্দিন, লায়ন মো. মঞ্জুরুল আলম মঞ্জু, লায়ন মো. নাসির উদ্দীন চৌধুরী, লায়ন এমডি. এম মহিউদ্দিন চৌধুরী। ক্লাব সভাপতি লায়ন মো. নুরুল আকবর কাজলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন করেন এনিভার্সারি চেয়ারম্যান লায়ন মো. মেজবাহ উদ্দিন। লায়ন লুভনা হুমায়ুন সুমি ও লায়ন উম্মে হাবিবার সঞ্চালনায় আনুগত্যের শপথ পরিচালনা করেন লায়ন লোকপ্রিয় বড়ুয়া।শুভেচ্ছা বক্তব্য রাখেন লায়ন মো. আহ্‌সান, সেক্রেটারি রিপোর্ট উপস্থাপন করেন লায়ন উজ্জল কান্তি বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিবন্ধীদের অনুগ্রহ নয় দিতে হবে মানুষ হিসেবে যথাযোগ্য সম্মান
পরবর্তী নিবন্ধবিজ্ঞান বিষয়ক লেখালেখি ও গবেষণায় ‘চট্টগ্রাম একাডেমি-শিল্পশৈলী পুরস্কার’পাচ্ছেন তপন চক্রবর্তী