বাংলাদেশে লায়নিজমের জনক এম আর সিদ্দিকীর ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফটিকছড়ি হাইদছকিয়া দরবারে লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগংয়ের উদ্যোগে দোয়া মাহফিল, কৃষকদের মাঝে ছাতা, কম্বল, মাস্ক ও এতিমখানায় শুকনো খাবার বিতরণ করা হয়। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লায়ন মো. আবু নাসের রনির সভাপতিত্বে সেবা কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি-৪ ২য় ভাইস জেলা গভর্নর লায়ন শামসুদ্দিন সিদ্দিকী। প্রজেক্ট চেয়ারম্যান লায়ন ইসমাইল চৌধুরী, ক্লাব সেক্রেটারি লায়ন শহিদুল ইসলাম টিটু, লায়ন নাজমুল সাকের, লায়ন সৈয়দ মাহফুজুর রহমান, লিও জেলা ট্রেজারার লিও ইরফান, লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও রুমেল, সেক্রেটারি লিও মুনতাসীর, শাহজাদা সিরাজ উদ্দোলাহ খান রিয়াদ প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাইদছকিয়া দরবারের সাজ্জাদানশীন শাহজাদা মো. জাফর উল্লাহ খান দুলাল। প্রেস বিজ্ঞপ্তি।