লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

| বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের ৩৮তম চার্টার নাইট, ডিজি টিম রিসেপশন, পিডিজি অনার ডে, পাস্ট প্রেসিডেন্ট অনার ডে এবং নিউ মেম্বার ইন্ডাকশন সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ক্লাব সভাপতি লায়ন জুনায়েত রহমান রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন অপু। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী।

স্বাগত বক্তব্য দেন চার্টার নাইটসহ একগুচ্ছ অনুষ্ঠানের কনভেনর লায়ন হানিফা নাজিব হেনা। সেক্রেটারি রিপোর্ট পেশ করেন লায়ন ফজলুর রহমান অপু। এরপর ধারাবাহিকভাবে অন্যান্য অনুষ্ঠানগুলো পালন করা হয়। অতিথি ও সদস্যদের উপস্থিতিতে ৩৮তম চার্টারের এনিভার্সারীর কেক কাটা হয়। পরে জেলা গভর্নর পাঁচজন নতুন সদস্যকে ক্লাবে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু বলেন, লায়ন্স ক্লাব অফ চিটাগং সেন্ট্রাল, জেলা ৩১৫বি৪ এর একটি শীর্ষস্থানীয় এবং সেবার জগতে ঐতিহ্যবাহী ক্লাব। দীর্ঘদিন ধরে এই ক্লাব সমাজসেবামূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে, যা আমাদের সকলের জন্য গর্বের বিষয়। আমি এই ক্লাবের উত্তারোত্তর সমৃদ্ধি, সফলতা এবং সেবার ধারাবাহিক অগ্রযাত্রা কামনা করি।

অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন এম এ মালেক, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোস্তাক হোসাইন, লায়ন নাসির উদ্দিন ও লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী।

এছাড়াও ক্যাবিনেট সেক্রেটারি লায়ন মো. আবু মোর্শেদ, জিএসটি কোঅর্ডিনেটর লায়ন মোরশেদুল হক চৌধুরী, গেট লায়ন আনিসুল হক চৌধুরী, এলসিআইএফ কোঅর্ডিনেটর লায়ন নবীউল হক সুমন, লায়ন শুভনাজ জিনিয়া এবং জেলার লায়ন ও লিও নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঢোলবাদক বিনয়বাঁশীকে নিয়ে নানা আয়োজন
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার সাইম আইয়ুব