চট্টগ্রাম ক্লাবের ব্যানকুয়েট হলে লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজভ্যালীর ডিষ্ট্রিক্ট নিয়মিত সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। ক্লাব প্রসিডেন্ট লায়ন মো.আরফান আলীর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারী আলী আশরাফ আজগরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শোনানো হয়, আলোচনা পর্যালোচনা ও সামান্য সংশোধনীক্রমে তা গৃহীত হয়। পরে নবনির্বাচিত কমিটির নিকট আনুষ্ঠানিক দায়িত্বভার হস্তান্তর করা হয়। নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন ফারাহ্ বেনজীর আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন আলী আশরাফ আসগরীর সঞ্চালনায় ও ট্রেজারার আহম্মেদ রুবায়েত বিন ইস্পাহানীর সহায়তায় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান সম্পন্ন হয়।
নতুন প্রেসিডেন্ট লায়ন ফারাহ্ বেনজীর আলম তার দায়িত্ব পালনকালে সবাইকে সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ জানান। তিনি প্রত্যয় ঘোষণা করেন যে সবার সহযোগিতা থাকলে নুতন ডিষ্ট্রিক্ট প্রেসিডেন্টের ঘোষণা ‘শান্তি ও সমৃদ্ধির অন্বেষায়’ কে উপজীব্য করে আমাদের সকল কার্যক্রম পরিচালিত হবে। আমরা মানবতার সেবায় আরো নিবেদিত ও উন্নততর সেবায় ব্রতী থাকব। সভায় উপস্থিত ছিলেন লায়ন শাহ্ আলম বাবুল, লায়ন মো. ওসমান গনি, লায়ন খাজা মঈনুদ্দিন, লায়ন লায়ন আব্দুল মতিন চাষী, লায়ন শওকত উল ইসলাম, লায়ন রাকিব উদ্দিন চৌধুরী, লায়ন মো. হাসান মুরাদ চৌধুরী, লায়ন মির্জা মো. মনসুরুল চৌধুরী, লায়ন সৈয়দ মো. নুরুল ইসলাম, লায়ন অ্যাড. বিশ্বজিৎ চৌধুরী, লায়ন এইচ কে পারভীন, লায়ন আমিনা সুলতানা, লায়ন আহসান উল্ল্যাহ্, লায়ন জাহাঙ্গীর আলম, লায়ন মো. জোবায়ের, লায়ন অমরেশ রায় চৌধুরী, লায়ন ফাতেমা রহমান, লায়ন রোকেয়া শিরিন, লায়ন খালেদা জেসমিন নুর, লায়ন সৈয়দ মো. আয়ুব, লায়ন শহীদ সরোয়ার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।