লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের বৃক্ষরোপণ কর্মসূচি গত ১৮ জুলাই অনুষ্ঠিত হয়। এতে কামালে ইশকে মোস্তফা আলিম মাদ্রাসা ও আরাকান সড়কের ডিভাইডারে ফলদ, বনজ ও ওষুধি গাছের প্রায় ২০০ চারা রোপণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন পার্থ ভট্টাচার্য্য, লায়ন সুব্রত বিকাশ চৌধুরী, লায়ন শিমুল নন্দী, লায়ন সমীর বরণ দাশ, লিও রিফাতুল হোসেন, লিও মুনোয়ার হোসেন ফাহিম, উম্মে রাশেদা, লিও সামির, লিউ শাহাদাত, লিও ওয়ারিদ তাহসিন, লিও নাঈমুর রহমান, লিও ইরফান, লিও জান্নাতুল ও লিও এরশাদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গাছ শুধু আমাদের পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য অক্সিজেন সরবরাহ করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আর এই দায়িত্ব পালনে গাছ লাগানো একটি অন্যতম কার্যকর উপায়। প্রেস বিজ্ঞপ্তি।