লায়ন্স ক্লাব অব চিটাগাং বে অব বেঙ্গলের দায়িত্ব হস্তান্তর ও গভর্নর টিম সংবর্ধনা গত ১২ আগস্ট খুলশীস্থ চিটাগং লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। দুই পর্বে অনুষ্ঠিত সভায় ১ম পর্বে সভাপতিত্ব করেন সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন মশিউর রহমান চৌধুরী মাহী ও ২য় পর্বে দায়িত্বভার গ্রহণসহ সভাপতিত্ব করেন লায়ন প্রফেসর এবিএম রাশেদুল হাসান। বিদায়ী ক্লাব সেক্রেটারী লায়ন আ.ন.ম আব্দুর রহমান নাছির এবং বর্তমান ক্লাব সেক্রেটারী লায়ন রাসেল মির্জার যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মুসলেহ উদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন গভর্নর লায়ন কোহিনুর কামাল।
অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন। কেবিনেট সেক্রেটারী লায়ন আবু মোর্শেদ, লায়ন অশেষ কুমার উকিল, লায়ন মোরশেদুল হক চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন লায়ন তারেক কামাল, লায়ন আশরাফুল আলম আরজু, লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, লায়ন ইঞ্জিনিয়ার মুজুবুর রহমান, লায়ন আনিছুর রহমান, লায়ন শুভনাজ জিনিয়া, লায়ন খলিলউল্লাহ চৌধুরী সাকিব, লায়ন শেখ সামিদুল হক, লায়ন মো. আফসার উদ্দিন, লায়ন শেখ আকরাম গনি, লায়ন মুসলিম ফারুক। প্রেস বিজ্ঞপ্তি।