লায়ন্স ক্লাব অব চিটাগাং প্যানোরমা সিটির কর্মকর্তাদের দায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠান সম্প্রতি স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন রিজিয়ন চেয়ারপারসন লায়ন আশীষ ভট্টচার্য। বক্তব্য রাখেন লায়ন এম এইচ হারুন, লায়ন মোহাম্মদ আলমগীর হোসেন, লায়ন আহমেদ হোসেন, ,লায়ন মোহাম্মদ মইনুল হক, লায়ন এ কে এম মকবুল হোসেন, লায়ন সায়মা আলম, লায়ন মির্জা জাহিদ হোসেন, লায়ন নুর উদ্দীন আহমেদ, লায়ন ইঞ্জিনিয়ার সাহীনুল ইসলাম চৌধুরী, লায়ন শেখ আরিফ আহমেদ, লায়ন মোহাম্মদ সোহেল শিকদার, লায়ন সামরীন জাহান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












