লায়ন্স ক্লাব অব চিটাগাং গ্রীন সিটির উদ্যোগে ১৩ জানুয়ারি লায়ন জেলা ৩১৫-বি৪, চট্টগ্রাম লায়ন ফাউন্ডেশন কমপ্লেক্সে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, হেন্ড-সেনিটাইজার ও ভোজ্যতেল এবং লায়ন্স হাসপাতালের রোগীদের ব্যবহারের জন্য ১টি হুইল চেয়ার হস্তান্তর করেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, সিনিয়র গভর্নরস্ অ্যাভাইজার লায়ন জাফরউল্লাহ্ চৌধুরী, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোর্য়াটারস্ লায়ন ডা. দেবাশিষ দত্ত, রিজিয়ন চেয়ারপার্সন-১ লায়ন ইঞ্জি. মোঃ মুজিবুর রহমান, ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ কারুজ্জামান, লায়ন আলহাজ্ব ফরিদ আহমেদ, ক্লাব সেক্রেটারী লায়ন মোঃ হাবিবুর রহমান, ক্লাব ট্রেজারার লায়ন সৈয়দা সালেহা পারভীন প্রমুখ। খবর প্রেস বিজ্ঞপ্তির।