স্থানীয় লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া হলে গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে নবগঠিত লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান। ক্লাব প্রেসিডেন্ট লায়ন লোকপ্রিয় বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ সামসুদ্দিন ছিদ্দিকী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাদের খান, লায়ন সিরাজুল হক আনসারী এবং লায়ন মো. মোস্তাক হোসাইন। লায়ন্সদের শপথ বাক্য পাঠ পরিচালনা করেন লায়ন উম্মে হাবিবা। সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারি লায়ন নুরুল কবির চৌধুরী, সূচনা বক্তব্য রাখেন গাইডিং লায়ন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য বলেন, লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী ক্লাবটি শুরুতেই হিমোফেলিয়া রোগীদের সেবা কার্যক্রম পরিচালনা করে মানবতার সেবায় যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। এই ক্লাবের যেকোনো সেবা কার্যক্রমে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্যাবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, ক্যাবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, জিএসটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন সওকত আলী চৌধুরী, এলসিআইএফ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন মনির আহমদ চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।