লায়ন্স ক্লাব এবং লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যোগে গত সোমবার অনিরুদ্ধ বড়ুয়া অনির ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাউজানের মহামুনি পাহাড়তলীতে দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র ও আশ্রমে অনাথ শিশুদের মাঝে খাবার বিতরণ এবং অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি কমপ্লেক্সে ডায়াবেটিক টেস্ট, ব্লাড গ্রুপিং ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন জেলা গভর্নর লায়ন মোসলেউদ্দিন আহম্মেদ অপু। উপস্থিত ছিলেন লায়ন মিরাজুর রহমান তুহিন, লায়ন জাহানারা বেগম ,লায়ন তারেক কামাল, লায়ন মো. ইকবাল হোসেন সুমন, লায়ন জহির উদ্দিন হেলাল, লায়ন হেলাল উদ্দিন, লায়ন তীর্থঙ্কর বড়ুয়া, লায়ন সমিরন বড়ুয়া, লায়ন দুলাল কান্তি বড়ুয়া, লায়ন হাসিবুল হাসান চৌধুরী রাশেদ, লায়ন অ্যাডভোকেট খাইরুদ্দিন হিরু, দীপ্ত দে, লিও আকিব, লিও লাবনী প্রমুখ।










