লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের দায়িত্বভার হস্তান্তর

| বুধবার , ৩ আগস্ট, ২০২২ at ১১:২২ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলি এলিট এর দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান গত শনিবার সম্পন্ন হয়। অনুষ্ঠানের ১ম পর্বে ক্লাব প্রেসিডেন্ট লায়ন এমএন সাফা পিএমজেএফ এবং ২য় পর্ব ২০২২-২৩ সেবা বর্ষের নতুন প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন শেখ সামশুদ্দিন আহমেদ ছিদ্দিকী পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী এমজেএফ।

অতিথি ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন কহিনুর কামাল এমজেএফ। প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন এম এ মালেক এমজেএফ, লায়ন এসএম সামশুদ্দিন এমজেএফ, লায়ন মোস্তাক হোসাইন এমজেএফ ও লায়ন নাসির উদ্দিন চৌধুরী এমজেএফ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন পারভিন মাহমুদ এমজেফ, জিএমটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন এডভোকেট নূরুল ইসলাম, লায়ন সেতারা গাফফার এমজেএফ, লায়ন শওকত হাসান খান, লায়ন ইফতেখার হোসেন খান চৌধুরী এমজেএফ, লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, লায়ন মোহাম্মদ আহসান, লায়ন রোকেয়া হক, লায়ন একরামুল হক ভূইয়া, লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, লায়ন মোহাম্মদ মুছা, লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, লায়ন জয়দেব চন্দ্র দাস, লায়ন নাজমুল হুদা এমজেএফ, লায়ন শিবুল সেন, লায়ন মেজবাহউদ্দিন, লায়ন নাইমুল কাদের, লায়ন নূরুল আকবর কাজল, লায়ন জাহেদ হোসেন, লায়ন প্রকৌশলী তৌফিকুর রহমান, লায়ন উম্মে হাবিবা, লায়ন মোহাম্মদ শাহজাহান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় পাঁচ করাতকল সিলগালা
পরবর্তী নিবন্ধইউএসটিসির বিতর্ক প্রতিযোগিতা