লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর উদ্যোগে গত ৫ মে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গরিবউল্লাহ শাহ মাজারের সন্নিকটে অপুরূপা আবাসন সমিতি ও ডেবার পাড়ের পশ্চিমে ইলমুল কুরআন মোহেববিয়া মাদরাসা ও এতিমখানায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীতে ছিল চাল, ডাল, তেলসহ অন্যান্য খাদ্য ও ঈদ সামগ্রী। ক্লাব প্রেসিডেন্ট লায়ন শুভ নাজ জিনিয়ার সঞ্চলনায় খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ এর ২য় জেলা ভাইস গভর্নর লায়ন শামসুদ্দিন আহমদ সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, লায়ন আবদুর রহিম-জোন চেয়ারপারসন, লায়ন শাহ আলম, লায়ন আশরাফুল ইয়াছিন, লায়ন গাজী লোকমান হাসান চৌধুরী। মাদরাসার দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।