লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ এর জেলা অফিসে সার্ভিস প্রোগ্রাম উপস্থাপনের জন্য এলইডি স্ক্রিন চালু করা হয়েছে। এই স্ক্রিনে প্রতিদিনই লায়ন্সের বিভিন্ন সার্ভিস অ্যাক্টিভিটিস উপস্থাপন করা হবে।
এ উপলক্ষে জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপুর সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক। তিনি সুইচ টিপে ডিজিটাল স্ক্রিন চালুর মাধ্যমে এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু মোর্শেদ, জিএসটি কোঅর্ডিনেটর লায়ন মোর্শেদুল হক চৌধুরী, জিইটি কোঅর্ডিনেটর লায়ন মোহাম্মদ আনিসুল হক চৌধুরী, সিনিয়র গভর্নর এডভাইজর লায়ন এম শওকত ইসলাম, রিজিয়ন চেয়ারপার্সন হে. কো. লায়ন তারেক কামাল, লায়ন হারুন ইউছুপ, লায়ন খুরশেদ আলম, লায়ন এস এম আশরাফুল আলম আরজু, লায়ন খুরশেদ আনয়োর চৌধুরী প্রমুখ।