লায়নিজমে অবদানের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে লায়ন রূপম কিশোর বড়ুয়াকে সংবর্ধনা প্রদান করেছে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৪। গত শনিবার চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। তিনি লায়ন রূপম কিশোর বড়ুয়ার হাতে সম্মাননা পদক তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, লায়ন রূপম কিশোর বড়ুয়া দীর্ঘ পাঁচ দশক ধরে লায়নিজমে সক্রিয় থেকে সমাজসেবামূলক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর নিরলস প্রচেষ্টা ও মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তিনি দৃশ্যমান যে উন্নয়ন করেছেন তা অতুলনীয় বলেও বক্তারা মন্তব্য করেছেন।
বক্তারা বলেন, লায়ন রূপম কিশোর বড়ুয়া একজন নিবেদিতপ্রাণ লায়ন। তিনি শুধু একদিনই নয়, বছরের পর বছর ধরে লায়নিজমে নিজের একাগ্রতার যে স্বাক্ষর রেখেছেন তা অতুলনীয়। তিনি শুধু শহরেই নয়, নিজের জন্মস্থান সেই মহামুনি গ্রামেও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছেন। জাতি ধর্ম নির্বিশেষে তিনি সকল ধর্মের সকল মানুষের জন্য যেভাবে কাজ করেছেন তার তুলনা মিলে না বলেও বক্তারা উল্লেখ করেন। তারা বলেন, লায়ন রূপম কিশোর বড়ুয়া লায়নিজমেই তার প্রয়াত সন্তানের হদিস পেয়েছেন। তিনি অনিরুদ্ধ নামের এক সন্তানকে হারিয়ে হাজারো সন্তানের দায়িত্ব নিয়েছেন, অভিভাবক হয়েছেন। অনুষ্ঠানে জেলা ও ক্লাবের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক লায়ন সদস্য উপস্থিত ছিলেন।