বাংলাদেশের সাকিব আল হাসান আবারও ফিরেছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ। চলমান দশম আসরে এবার লাহোর কালান্দার্স স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আজ রোববার লাহোরের জার্সিতে মাঠে নামতে পারেন সাকিব। লাহোর কালান্দার্স একটি এক্স পোস্টে সাকিবের দলে যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে। পোস্টে তারা লিখেছে ‘কুশল পেরেরা, সাকিব আল হাসান এবং ভানুকা রাজাপাকসে পৌঁছে গেছেন ইসলামাবাদে। তারা এসেছেন নিজেদের সেরাটা দিতে! ক্যালান্দার্স পরিবার, আপনারা প্রস্তুত তো?’ চলতি আসরের শুরুতে কোনো দল না পেলেও, বিদেশি খেলোয়াড় সংকটে পড়া লাহোর কালান্দার্স শেষ মুহূর্তে দলে নিয়েছে সাকিবকে। তিনি আসছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের বদলি হিসেবে। খেলতে হলে বোর্ডের অনুমতি লাগে, সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সেই অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন।