লাল শাড়িতে বধূ সাজা হলো না তামান্নার

ডেঙ্গুতে মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২২ নভেম্বর, ২০২৪ at ৬:২০ পূর্বাহ্ণ

বিয়ের ধার্য তারিখ ২০ ডিসেম্বর। কমিউনিটি সেন্টার ঠিক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে চলছিল কেনাকাটার কাজ। এর মধ্যেই ডেঙ্গু আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন ইশরাত জাহান তামান্না (২০)। তিনি সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদানবিবির হাটের জাহানাবাদ এলাকার দিদারুল আলমের মেয়ে।

দিদারুল আলম বলেন, কিছুদিন আগে হঠাৎ তামান্নার গায়ে জ্বর দেখা দেয়। দিন দিন তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করা হলে তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। পরে তাকে নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করনো হয়। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। সেখান থেকে অন্য একটি বেসরকারি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে দুদিন আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে মারা যান তিনি।

দিদারুল আলম কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, ডিসেম্বরের ২০ তারিখ মেয়ের বিয়ে। বিয়ের জন্য ক্লাব ভাড়া করার পাশাপাশি আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়ার কাজ শুরু করেছি। মেয়ের জন্য গয়না বানানোসহ প্রয়োজনীয় কেনাকাটা সারা হয়েছে। আশা ছিল, আমার কলিজাকে লাল শাড়িতে বউ সাজিয়ে শ্বশুরবাড়ি পাঠাব। কিন্তু সেই সুযোগ আর হলো না। মা আমার লাল শাড়ির পরিবর্তে কাফনের কাপড় জড়িয়ে চিরতরে বিদায় নিচ্ছে আমার কাছ থেকে।

মেয়ের মামা শাহেদ মিয়া বলেন, মনকে বোঝাতে পারছি না। ভাগ্নিকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। যে ছেলের সঙ্গে আমার ভাগ্নির বিয়ে ঠিক হয়েছে সে ওমান থাকে। বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে ছেলে দেশে এসেছে। কিন্তু দুঃখের বিষয় ভাগ্নি পৃথিবীতে আর নেই। যেখানে আমার ভাগ্নি লাল শাড়ি পড়ে বধূ সেজে বরের বাড়িতে যেত, তার নিতর দেহ পড়ে আছে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে। স্থানীয়রা জানান, তামান্নার মৃত্যুতে শুধু তার পরিবার নয়, পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম পলিটেকনিকে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭
পরবর্তী নিবন্ধরেফারি হব, বন্ধ করব সব গর্তের মুখ : নতুন সিইসি