জামশেদের পেয়ালার মদিরা যার চোখে
সময়ের পক্ষপাতী পাটিগণিত আর ভুল ধারাপাত
তার চিন্ময় চিত্তে আনে জ্যামুক্ত আঘাত;
মন্ময় মৃদুল মৃদঙ্গের মুঞ্জরণে এ যেন
শিশ্নোদরপরায়ণ সভ্যতার মেঘ-দুন্দভি!
লোভার্ত ফড়িয়াদের ব্ল্যাকহোলে চাপা পড়ে
ফ্যালারিসের ষাঁড়ের পেটে রোস্ট হতে থাকা
অসহায় আদম সন্তানদের আমরণ আর্ত-চিৎকার।
বেদনায় জবুথুবু এক দানেশমন্দি ছটপট করে
নিয়তির ঘোলা জলে আর শিকারির পাতা জালে।
নিমগ্ন আত্মমৈথুনে ও মজ্জমান ধ্যানে
শোনে তার হুরুবেলার দোতারায়
কোটি বছরের এক অতৃপ্ত আত্মার হাহাকার।
নষ্টনিদ্র রাতের বাঁকে বাঁকে সেই বিদ্রোহী আঁকে
একটি সুন্দর সকালের রক্ত-লাল গ্রাফিতি।