ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার দাবি এবং সব দলের অংশগ্রহণে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে কাল শনিবার বিকাল ২টায় চট্টগ্রাম লালদীঘি মাঠে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলার মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠেয় মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা এম.এ মতিন। প্রধান বক্তা থাকবেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মহাসচিব মাওলানা স.উ.ম আব্দুস সামাদ। ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতৃবৃন্দ মহাসমাবেশে বক্তব্য রাখবেন। মহাসমাবেশ উপলক্ষে ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলার প্রস্তুতি সভা গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীর মোমিন রোডের কার্যালয়ে সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশ প্রস্তুতি কমিটির সদস্য সচিব ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এম. সোলায়মান ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার, প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ, এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, এম.এ রহিম, মাওলানা রেজাউল করিম তালুকদার, মাস্টার মুহাম্মদ আবুল হোসেন, অধ্যাপক মাওলানা আব্দুর রহিম মুনিরী, মাওলানা গিয়াস উদ্দিন নেজামী, মাওলানা ফেরদৌসুল আলম আলকাদেরী, নাছির উদ্দিন মাহমুদ, মুহাম্মদ সৈয়দ হোসেন, মুহাম্মদ ফজলুল করিম তালুকদার, হাবিবুল মোস্তফা সিদ্দিকী, অধ্যাপক গিয়াস উদ্দিন, মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান, নুরে রায়হান চৌধুরী, মুহাম্মদ জামাল উদ্দিন, শফিকুল ইসলাম চৌধুরী, বেলাল উদ্দিন আলকাদেরী, আ.ল.ম কায়সার রেজভী, মুহাম্মদ নুর উদ্দিন, আ.ন.ম নাছির। প্রস্তুতি সভায় বক্তারা সংঘাত সহিংসতা ও হানাহানির রাজনীতির বিপরীতে গণমুখী ইতিবাচকধারার গঠনমূলক রাজনীতিকে শক্তিশালী করে তুলতে ইসলামী ফ্রন্টের উক্ত মহাসমাবেশে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানান।