সিটি কর্পোরেশনের প্রত্যয়ন প্রকল্পের পক্ষ থেকে কর্পোরেশনের তত্ত্বাবধানে ১৪নং লালখান বাজার ওয়ার্ড কর্তৃক অনলাইন জাতীয় সনদের কার্যক্রম উদ্বোধন করেন ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল। এসময় উপস্থিত ছিলেন ১৫নং বাগমনিরাম, ১৪নং লালখান বাজার ও ২১নং জামালখান ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর আঞ্জুমান আরা, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শেখ দেলোয়ার, মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুরুত কুমার চৌধুরী, অনলাইন প্রত্যয়ন চট্টগ্রাম ইনচার্জ এ এম মাহমুদ, লালখান বাজার ওয়ার্ড সচিব মুজিবুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তপন সিংহ প্রমুখ। এসময় কাউন্সিলর আবুল হাসনাত বেলাল বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার এই উদ্ভাবনী উদ্যোগের অংশ হিসেবে সদন কার্যক্রম চালু করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।