নগরীর খুলশী থানাধীন ১৪নং লালখান বাজার ওয়ার্ডের বাঘঘোনা এলাকায় পাহাড়ের মাটি কর্তনের খবর পেয়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি হলেন মো. গিয়াস উদ্দিন। গতকাল বিকাল চারটায় আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুলী এ অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, বাঘঘোনায় থাকা একটি পাহাড়ে কোদাল দিয়ে মাটি কাটার অভিযোগ আসে জেলা প্রশাসনের কাছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হলে মাটি কাটার অভিযোগের সত্যতা পাওয়া যায়। পাহাড় থেকে মাটি কাটছিলেন মো. গিয়াসউদ্দিন নামের এক ব্যক্তি। তিনি দোষও স্বীকার করেন। একপর্যায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করি। মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(চ) ধারায় তাকে এ জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে উল্লেখ করে গালিব চৌধুরী বলেন, মোবাইল কোর্ট অনুযায়ী আমাদের যা করণীয় আমরা তা করেছি। এখন পরিবেশ অধিদপ্তর তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। ইতিমধ্যে পরিবেশ অধিপ্তর মো. গিয়াস উদ্দিনকে নোটিশ করেছে। আগামীকাল (আজ) তাকে সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান পরিবেশ সংরক্ষণ ও পাহাড় রক্ষায় জেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন।












