লালখান বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১৬ সেমিপাকা ঘর

আজাদী প্রতিবেদন | রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ১০:২৬ পূর্বাহ্ণ

নগরীর লালখান বাজারে অগ্নিকাণ্ডে ৮ মালিকের ১৬টি সেমিপাকা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস।
গতকাল শনিবার রাত ১২টায় লালখান বাজার মতিঝর্ণা এলাকার রাবেয়া আক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক।
তিনি জানান গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে।

পূর্ববর্তী নিবন্ধঅবশেষে ভারত থেকে এল ১০ লাখ ডোজ কোভিশিল্ড টিকা
পরবর্তী নিবন্ধমুহিবুল্লাহ না থাকলেও প্রত্যাবাসন প্রক্রিয়া থেমে থাকবে না