দক্ষিণ আফ্রিকা সফরে পার্লের বোল্যান্ড পার্কে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩ উইকেটে জিতেছে পাকিস্তান। এই ম্যাচে নতুন এক রেকর্ড গড়েছেন পাকিস্তানি ওপেনার সায়েম আইয়ুব। লো স্কোরিং ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা করেছিল ৯ উইকেটে ২৩৯ রান। জবাবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩ বল বাকি থাকতে জয় তুলে নেয় পাকিস্তান। ২২ ব্ছর বয়সী সায়েম আইয়ুব এই ম্যাচে ১১৯ বলে খেলেন ১০৯ রানের দুর্দান্ত এক ইনিংস। এতে করেই রান তাড়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন পাকিস্তানের এই ওপেনার। ১৯৯৩ সালে ২৩ বছর ২৯৭ দিন বয়সে ব্রায়ান লারা গড়েছিলেন এই রেকর্ড। ২২ বছর বয়সে সেঞ্চুরি হাঁকিয়ে লারার রেকর্ড ভেঙেছেন আইয়ুব।