লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

| বৃহস্পতিবার , ২৯ আগস্ট, ২০২৪ at ৫:৫২ পূর্বাহ্ণ

যত্নের ছায়া ছড়ায় মায়া’ কলকে সামনে রেখে লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের ২০২৪২৫ সেবাবর্ষের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান গত ২৭ আগস্ট চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। লায়ন জেসমিন বাপ্পীর সঞ্চালনায় দুই পর্বের অনুষ্ঠানে ১ম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সেবাবর্ষের সদ্য প্রাক্তন ক্লাব সভাপতি লায়ন আবেদা বেগম। ২য় পর্বে সভাপতিত্ব করেন ২০২৪২৫ সেবাবর্ষের সভাপতি ইয়াসমিন আহমেদ। কোরআন তেলোয়াত করেন লায়ন হাবিবুর রহমান ও আনুগত্য শপথ পাঠ করান ক্লাব সেক্রেটারি লায়ন শিপ্রা বড়ুয়া। ২০২৪২০২৫ সেবাবর্ষের কার্যকরী পরিষদের নাম ঘোষণা করেন ক্লাব ডিরেক্টর এবং পিস পোস্টার কনটেস্ট চেয়ারপার্সন লায়ন পারভীন মাহমুদ এফসিএ। শুভেচ্ছা বক্তব্য দেন, ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ও ক্লাব ডিরেক্টর লায়ন জাহানারা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি৪ এর জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল। বিশেষ অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন অপু, জেলা কেবিনেট সেক্রেটারী লায়ন বেলালউদ্দিন চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম, জিএলটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন জাহানারা বেগম, জিএমটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন ইঞ্জিনিয়ার চন্দন কুমার দাশ, জিইটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন মো. আনিসুল হক চৌধুরী, এলসিআইএফ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন মো. হুমায়ুন কবির, রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার (এক্টিভিটিস) লায়ন আশরাফুল আলম আরজু, গভর্নর অ্যাডভাইজার লায়ন তারেক কামাল, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোরশেদুল হক চৌধুরী। আরো উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন এ কাইয়ুম চৌধুরী ও লায়ন রফিক আহমদ প্রমুখ। অনুষ্ঠানে ক্লাবের সেবা কার্যক্রমের উপর ভিডিও প্রদর্শন, পারমেন্টে প্রজেক্ট ঘাসফুল পরাণ রহমান স্কুলের মাসিক চেক, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসা সহায়তার প্রদানের জন্য ডিস্ট্রিক্ট ফান্ডে অনুদানের চেক হস্তান্তর করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ক্লাব ভাইস প্রেসিডেন্ট১ লায়ন মির্জা মো. ইলিয়াস, ভাইস প্রেসিডেন্ট২ লায়ন আ ন ম বোরহান উদ্দিন চৌধুরী, জয়েন সেক্রেটারি১ লায়ন দিদারুল আলম চৌধুরী, ট্রেজারার সিজারুল ইসলাম, জয়েন ট্রেজারার২ জানে আলম টিটু, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন চেয়ারপার্সন ও ক্লাব লিও অ্যাডভাইজার লায়ন সাকিয়া সুলতানা, ডিরেক্টর লায়ন স্বপন কুমার বিশ্বাস, টেমার শারমিন নাজনীন ডালিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংক লার্নিং সেন্টারে ফাউন্ডেশন ট্রেনিং প্রোগ্রাম উদ্বোধন
পরবর্তী নিবন্ধদাঁড়িয়ে আছে কঙ্কালসার মইজ্জ্যারটেক চেকপোস্ট, ২৫ দিনেও নেই পুলিশ!