লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের চক্ষুক্যাম্প

| শুক্রবার , ১ মার্চ, ২০২৪ at ৬:২৯ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের সহযোগিতায় খান ফাউন্ডেশন আয়োজিত লোহাগাড়ার চুনতির সীরাত ময়দানে গত ২৪ ফেব্রুয়ারি চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা দিনব্যাপী বিনামূল্যে চক্ষুক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে এলাকার সুবিধা বঞ্চিত ১২শ’ রোগীকে বিভিন্ন চক্ষু রোগের চিকিৎসাসেবা প্রদান করা হয়। এদের মধ্যে ১৫০ রোগীকে ছানি অপারেশনের জন্য সনাক্ত করা হয় এবং পর্যায়ক্রমে চট্টগ্রাম লায়ন্স হসপিটালে সনাক্তকারী রোগীদের অপারেশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ৫শ’ দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, জিএলটি লায়ন জাহাঙ্গীর মিয়া, ক্লাব ডিরেক্টর ও রিজিওন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) লায়ন জাহানারা বেগম, ক্লাব ডিরেক্টর ও রিজিওন চেয়ারপার্সন লায়ন পারভীন মাহমুদ এফসিএ, জোন চেয়ারপার্সন লায়ন হোমায়রা কবির চৌধুরী, ক্লাব জয়েন সেক্রেটারি লায়ন সুরাইয়া জান্নাত এফসিএ, লিও জেলা ভাইস প্রেসিডেন্ট লিও ইসমাইল বিন আজিজ আলভী, লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের লায়ন ও লিও সদস্য এবং খান ফাউন্েডশনের ঊর্ধ্বতনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমমতার পিঠা উৎসব
পরবর্তী নিবন্ধএসজেডএইসএম ট্রাস্ট সারাদেশে মানুষের কল্যাণে কাজ করে : এমপি সনি