‘একতাতে সমৃদ্ধি’ এই ম্লোগানকে সামনে রেখে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যোগে গতমঙ্গলবার সিএলএফ কমপ্লেক্সে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন লায়ন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, আইপিডিজি লায়ন কোহিনুর কামাল, ১ম ভিডিজি লায়ন কামরুজ্জামান লিটন, ২য় ভিডিজি লায়ন আবু বক্কর সিদ্দিক, পিডিজি লায়ন রুপম কিশোর বড়ুয়া, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী শহীদুল্লাহ, লিও জেলা চেয়ারপার্সন লায়ন শুভ নাজ জিনিয়া, আইপিপি মিরাজুর রহমান তুহিন, ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. ইকবাল হোসেন সুমন, সেক্রেটারি লায়ন তীর্থঙ্কর বড়ুয়া, লায়ন ইয়াসিন আশরাফুল, লায়ন শাহরিয়ার ইকবাল, লায়ন ইঞ্জি. আবুল কাসেম, লায়ন সমীরণ বড়ুয়া, লায়ন দুলাল কান্তি বড়ুয়া, লায়ন জহির উদ্দিন হেলাল, লায়ন হেলাল উদ্দিন, লায়ন বিদেশ বড়ুয়া, লিও জেলা সভাপতি লিও শওকত হোসেন, লিও ক্লাব প্রেসিডেন্ট দীপ্ত দে, জাহিদ হোসেন তাজেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।