লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের উদ্যোগে মোহরা অলকেন্দু মজুমদার বাড়িতে শ্যামা পূজা উপলক্ষে গতকাল বুধবার অসহায় মানুষের মাঝে সেবামূলক কার্যক্রম ক্লাব প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। আরো উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ারপারসন হেডকোয়ার্টার লায়ন রাজীব সিনহা, লায়ন মোসলেহ উদ্দিন খান, লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, লায়ন জি কে লালা, লায়ন ডা. মেজবাহ উদ্দিন তুহিন, লায়ন সাধন কুমার ধর, কনসার্ন রিজিয়ন চেয়ারপারসন লায়ন মো. আবু নাসের রনি, কনসার্ন জোন লায়ন এম সোহেল খান, লায়ন বি কে লালা, সেক্রেটারি লায়ন মো. আইয়ুব, ট্রেজারার লায়ন অনুপম মজুমদার, লায়ন বাসুদেব সিনহা, লিও ক্লাব অব চিটাগাংয়ের সহ–সভাপতি লিও রাজেশ লালা, লিও মাহমুদুন্নবী, সেক্রেটারি লিও এনামুল হক, ট্রেজারার লিও সাকিব, লিও রাকিবুল, লিও মামুন, লিও উম্মে হাবিবা, লিও পূজা ধর, লিও শাশ্বতী বড়ুয়া, লিও সানজিদা, লিও তারানা, লিও শিউলি, লিও নৌশি প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জাতি ধর্ম নির্বিশেষে আমরা মানব জাতি, এই জাতিকেই মানবতার সেবা দেওয়ায় লায়নিজমের কাজ। তিনি সুবিধা বঞ্চিত মহিলাদের মাঝে বস্ত্র বিতরণ, দুই হাজার মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করেন। স্বাস্থ্য সেবায় মহিলাদের চিকিৎসা সেবাসহ রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।