নগরীর চান্দগাঁও আবাসিকের বি–ব্লকে লিটল অ্যানজ্েলস স্কুল অ্যান্ড কলেজে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের পিস পোস্টার প্রোগ্রাম গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি লায়ন রেবেকা নাসরীন। প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিযোগিতা শুরু হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তারা তাদের প্রতিচ্ছবি শৈল্পিক তুলির মাধ্যমে ফুটিয়ে তুলে। এইবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘অসীম শান্তি’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএলটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর জাহানারা বেগম, জিএমটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার লায়ন চন্দন দাশ, আর্টিস্ট রবিউল ইসলাম, মোহনা স্কুলের কর্ণধার মনজুর হোসাইন, বেপজা আর্ট স্কুলের শিক্ষক রবিউল হাসান, লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রাক্তন সভাপতি ও জোন চেয়ারপার্সন লায়ন এম সোহেল খান, জোন চেয়ারপার্সন নারগিস সোলতানা, প্রাক্তন সভাপতি লায়ন নিশাত ইমরান, লিও ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লিও শাহাদাত হোসেন সাইফ, লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসি ক্যামব্রিয়ানের সভাপতি লিও নাজমুল হাসান, সহ–সভাপতি লিও মাহমুদুন নবী, সার্ভিস চেয়ারম্যান লিও মারিয়া দিলশাদ, স্পোর্টস সেক্রেটারি লিও মোহাম্মদ মামুন, লিও ইনতিসার রহমান রাবি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।