লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫–বি৪ বাংলাদেশের উদ্যোগে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে ১৫ অক্টোবর র্যালি বের করা হয়। র্যালি উদ্বোধন করেন লায়ন্স জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। দৃষ্টি প্রতিবন্ধী ও লায়ন সদস্যদের অংশগ্রহণে র্যালিটি নগরীর এম ই এস কলেজ মোড় হতে শুরু হয়ে জাকির হোসেন রোডস্থ লায়ন্স ফাউন্ডেশনে এসে শেষ হয়। পরে লায়ন্স ফাউন্ডেশনের হালিমা–রোকেয়া হলে দিবসটির তাৎপর্য প্রচার ও সচেতনতার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা গভর্নর লায়ন কোহিনূর কামালের সভাপতিত্বে ও সাব কমিটির মেম্বার সেক্রেটারি লায়ন সুব্রত ভৌমিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাব কমিটির চেয়ারম্যান লায়ন মো. হারুন ইউসুফ। সভায় কোরআন তেলাওয়াত করেন লায়ন এটিএম সেলিম রেজা ও লায়ন্সের আনুগত্যের শপথ বাক্য পাঠ করান লায়ন মেহেদী হাসান। অনুষ্ঠানে সাদা ছড়ি নিরাপত্তা দিবসের বিশেষ গান ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থীরা। বক্তব্য রাখেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম, লায়ন হুমায়ুন কবির, গভর্নর এডভাইজর, মো. আবদুস সামাদ, ফয়সাল মোহাম্মদ ইব্রাহিম। ধন্যবাদ জ্ঞাপন করেন লায়ন নিজাম উদ্দিন মোহাম্মদ নাজিম। সভায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদযাপনের সাব কমিটির সদস্যবৃন্দ ও জেলা লায়ন্স নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।